Ghuri ঘুড়ি Lyrics
Minar Rahman
Ghuri ঘুড়ি lyrics are written by Minar Rahman. Lyrics of Ghuri ঘুড়ি Bangla song. Minar Rahman songs lyrics.
Language: Bangla
Artists: Minar Rahman
Lyrics writer/composer: Minar Rahman
Ghuri ঘুড়ি Lyrics
Tumi Ki, Amake, Aajo Ki
Bhule Royecho? Bolo Bhule Royechho ?
Hariye Paliye, Ekhane Okhane,
Amay, Jani Khuje Cholecho
Kheyale, Bekheyale, Araale,
Kothay Harale? Bolo Kothay Harale ?
Hisebe, Behisebe, Ekechi Tomaro Chobi,
Deyale, Deyale
Buker Joto Kotha, Moner Akulota,
Sob Bhule Cholona Fele Asha Obhimaan
Na Gaowa Gaan, Sob Churey Cholona..
Akashe, Batashe Pothero Ochin Bake,
Valobasara Daake
Amio, Tumio, Tahara, Kara
Daake, Jahara Valobashe
Ami Urbo, Tumi Urbe,
Orao Uri Ta Na Na
Puro Shohor, Ek Sutoy,
Ek Sathe Melbe Dana
Bhule Royecho? Bolo Bhule Royechho ?
Hariye Paliye, Ekhane Okhane,
Amay, Jani Khuje Cholecho
Kheyale, Bekheyale, Araale,
Kothay Harale? Bolo Kothay Harale ?
Hisebe, Behisebe, Ekechi Tomaro Chobi,
Deyale, Deyale
Buker Joto Kotha, Moner Akulota,
Sob Bhule Cholona Fele Asha Obhimaan
Na Gaowa Gaan, Sob Churey Cholona..
Akashe, Batashe Pothero Ochin Bake,
Valobasara Daake
Amio, Tumio, Tahara, Kara
Daake, Jahara Valobashe
Ami Urbo, Tumi Urbe,
Orao Uri Ta Na Na
Puro Shohor, Ek Sutoy,
Ek Sathe Melbe Dana
Ghuri ঘুড়ি lyrics in Bangla
তুমি কি, আমাকে, আজও কি
ভুলে রয়েছো? বলো ভুলে রয়েছো ?
হারিয়ে, পালিয়ে, এখানে, ওখানে
আমায়, জানি খুঁজে চলেছো।
খেয়ালে, বেখেয়ালে, আড়ালে,
কোথায় হারালে?
বলো কোথায় হারালে ?
হিসেবে, বেহিসেবে,
এঁকেছি তোমারও ছবি
দেয়ালে, দেয়ালে।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান
সব ছুঁড়ে চলনা।
আকাশে, বাতাসে,
পথেরও অচিন বাঁকে,
ভালোবাসারা ডাকে।
আমিও, তুমিও, তাহারা, কাহারা
ডাকে, যাহারা ভালোবাসে।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান
সব ছুঁড়ে চলনা।
আমি উড়বো, তুমি উড়বে,
ওড়াও ঘুড়ি তা না না,
পুরো শহর, এক সুতোয়
এক সাথে মেলবে ডানা। (x2)
মেলবে ডানা।
আজ ঘুরে ঘুরে সব দিশেহারা,
জেগে উঠেছে ঘুমন্ত পাড়া।
মন পড়ে থাকে অচেনা বাঁকে,
চেনা ডাকে (x2)
চেনা ডাকে।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান
সব ছুঁড়ে চলনা।
আমি উড়বো, তুমি উড়বে,
ওড়াও ঘুড়ি তা না না,
পুরো শহর, এক সুতোয়
এক সাথে মেলবে ডানা। (x2)
মেলবে ডানা, মেলবে ডানা
ভুলে রয়েছো? বলো ভুলে রয়েছো ?
হারিয়ে, পালিয়ে, এখানে, ওখানে
আমায়, জানি খুঁজে চলেছো।
খেয়ালে, বেখেয়ালে, আড়ালে,
কোথায় হারালে?
বলো কোথায় হারালে ?
হিসেবে, বেহিসেবে,
এঁকেছি তোমারও ছবি
দেয়ালে, দেয়ালে।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান
সব ছুঁড়ে চলনা।
আকাশে, বাতাসে,
পথেরও অচিন বাঁকে,
ভালোবাসারা ডাকে।
আমিও, তুমিও, তাহারা, কাহারা
ডাকে, যাহারা ভালোবাসে।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান
সব ছুঁড়ে চলনা।
আমি উড়বো, তুমি উড়বে,
ওড়াও ঘুড়ি তা না না,
পুরো শহর, এক সুতোয়
এক সাথে মেলবে ডানা। (x2)
মেলবে ডানা।
আজ ঘুরে ঘুরে সব দিশেহারা,
জেগে উঠেছে ঘুমন্ত পাড়া।
মন পড়ে থাকে অচেনা বাঁকে,
চেনা ডাকে (x2)
চেনা ডাকে।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান
সব ছুঁড়ে চলনা।
আমি উড়বো, তুমি উড়বে,
ওড়াও ঘুড়ি তা না না,
পুরো শহর, এক সুতোয়
এক সাথে মেলবে ডানা। (x2)
মেলবে ডানা, মেলবে ডানা
More Lyrics
- Duur Theke দূর থেকে
MINAR RAHMAN - Valobashar Pongtimala ভালবাসার পংক্তিমালা
Tahsan - Tumi Moy তুমিময়
Tahsan - Alo - আলো
Tahsan - TAKE IT EASY
Usha Uthup - Mon Majhi Re - মন মাঝি রে
Arijit Singh - Aashona - আসনা
Arijit Singh, Prashmita Paul - Raja Rani
Suvam Moitra - Bachchan Title Song
Benny Dayal - Shundori Komola (সুন্দরী কমলা নাচে)
Jeet Ganguly
Submit your comment or corrections