Megheri Khame মেঘের খামে Lyrics
Imran Mahmudul, Atiya Anishaa
Megheri Khame মেঘের খামে lyrics are written by Robiul Islam Jibon . "Megheri Khame মেঘের খামে" is from Megheri Khame. Lyrics of Megheri Khame মেঘের খামে Bangla song. Robiul Islam Jibon songs lyrics.
Language: Bangla
Album/Movie: Megheri Khame
Artists: Imran Mahmudul Atiya Anishaa
Lyrics writer/composer: Robiul Islam Jibon
Megheri Khame মেঘের খামে Lyrics
Kotoshoto anubhobe, aabdare
Tor haasite golpo likhi barebare.
Chilo joto shunnota, peyeche aaj purnota
Tori majhe hoye gechi nilam.
Megher Khame, roder shironame
Bhalobashi toke janiye dilam.
Vasi chol akasher oi nilimay
Iccheri dana mele
Aaj mon tor sathe harate chay
Rongdhonur oi michile
Misti kichu bole, angul rekhe angule
Tori pashe thakte elam
Megheri Khame, rouderi shironame
Valobashi toke janiye dilam.
Uri chol sukheri neel jochonay
shopneri raatri chuye
duti chokh tor gaaye jorate chaay
abege bibhor hoye
Bristi shiri beye hridoy rekhe hridoye
tori chobi ankte elam
Tor haasite golpo likhi barebare.
Chilo joto shunnota, peyeche aaj purnota
Tori majhe hoye gechi nilam.
Megher Khame, roder shironame
Bhalobashi toke janiye dilam.
Vasi chol akasher oi nilimay
Iccheri dana mele
Aaj mon tor sathe harate chay
Rongdhonur oi michile
Misti kichu bole, angul rekhe angule
Tori pashe thakte elam
Megheri Khame, rouderi shironame
Valobashi toke janiye dilam.
Uri chol sukheri neel jochonay
shopneri raatri chuye
duti chokh tor gaaye jorate chaay
abege bibhor hoye
Bristi shiri beye hridoy rekhe hridoye
tori chobi ankte elam
Megheri Khame মেঘের খামে lyrics in Bangla
কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে।
কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে।
ছিল যত শূণ্যতা, পেয়েছে আজ পূর্ণতা,
তোরই মাঝে হয়ে গেছি নিলাম..
মেঘের খামে, রোদের শিরনামে
ভালোবাসি তোকে জানিয়ে দিলাম।
ভাসি চল, আকাশের, ঐ নীলিমায়
ইচ্ছেরই ডানা মেলে।
আজ মন, তোর সাথে, হারাতে চায়
রংধনুর ঐ মিছিলে।
মিষ্টি কিছু বলে, আঙুল রেখে আঙুলে
তোরই পাশে থাকতে এলাম ..
মেঘেরই খামে, রোদেরই শিরনামে
ভালোবাসি তোকে জানিয়ে দিলাম।
উড়ি চল সুখেরই নীল জোছনায়
স্বপ্নেরই রাত্রি ছুঁয়ে।
দুটি চোখ তোর গায়ে জড়াতে চায়
আবেগে বিভোর হয়ে।
বৃষ্টি সিঁড়ি বেয়ে, হৃদয় রেখে হৃদয়ে
তোরই ছবি আঁকতে এলাম।
মেঘের খামে, রোদের শিরনামে
ভালোবাসি তোকে, জানিয়ে দিলাম।
তোর হাসিতে গল্প লিখি বারেবারে।
কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে।
ছিল যত শূণ্যতা, পেয়েছে আজ পূর্ণতা,
তোরই মাঝে হয়ে গেছি নিলাম..
মেঘের খামে, রোদের শিরনামে
ভালোবাসি তোকে জানিয়ে দিলাম।
ভাসি চল, আকাশের, ঐ নীলিমায়
ইচ্ছেরই ডানা মেলে।
আজ মন, তোর সাথে, হারাতে চায়
রংধনুর ঐ মিছিলে।
মিষ্টি কিছু বলে, আঙুল রেখে আঙুলে
তোরই পাশে থাকতে এলাম ..
মেঘেরই খামে, রোদেরই শিরনামে
ভালোবাসি তোকে জানিয়ে দিলাম।
উড়ি চল সুখেরই নীল জোছনায়
স্বপ্নেরই রাত্রি ছুঁয়ে।
দুটি চোখ তোর গায়ে জড়াতে চায়
আবেগে বিভোর হয়ে।
বৃষ্টি সিঁড়ি বেয়ে, হৃদয় রেখে হৃদয়ে
তোরই ছবি আঁকতে এলাম।
মেঘের খামে, রোদের শিরনামে
ভালোবাসি তোকে, জানিয়ে দিলাম।
More Lyrics
- Homeopathir Dose হোমিওপ্যাথির ডোজ
Tasrif Khan - Beiman বেঈমান
Arman Alif - LOLONA ললনা
Shiekh Sadi - Ghuri ঘুড়ি
Minar Rahman - Duur Theke দূর থেকে
MINAR RAHMAN - Valobashar Pongtimala ভালবাসার পংক্তিমালা
Tahsan - Tumi Moy তুমিময়
Tahsan - Alo - আলো
Tahsan - TAKE IT EASY
Usha Uthup - Mon Majhi Re - মন মাঝি রে
Arijit Singh
Submit your comment or corrections