#oXolyrics.com

Notun Gaane Tomar Agomoni Lyrics

Mekhla Dasgupta

Notun Gaane Tomar Agomoni lyrics are written by Biswajit Dasgupta. Lyrics of Notun Gaane Tomar Agomoni Bangla song. Biswajit Dasgupta songs lyrics.

Language: Bangla

Artists: Mekhla Dasgupta

Lyrics writer/composer: Biswajit Dasgupta

Notun Gaane Tomar Agomoni lyrics in English

নতুন সুরে নতুন গানে তোমার আগমনী
ভুবন জুড়ে আজকে মাগো তোমার জয়ধ্বনী,
আজকে সুখের ভাসবে তরী দুঃখ কোন নয়
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।

শরৎ আকাশ জুড়ে আজ মেঘ যে খেলা করে
শিশির ভেজা গন্ধ যে তাই সবার ঘরে ঘরে,
বাতাসে বাতাসে আজ মিলন বাঁশি বাজে
ভুবনমোহিনী তুমি অপরূপ সাজে।
ঢাকের তালে হৃদয় দোলে তোমার আবাহনে
ঢাকের তালে হৃদয় দোলে তোমার আবাহনে
দূরের মানুষ আজকে কাছে তোমার প্রাণের টানে,
মানুষে মানুষে বিভেদ আর যেন না হয়
জয় জয় দুর্গা মাগো ..
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।

ঢ্যাং কুড়কুড় বোলে আজ সবার কোমর দোলে
আলোয় আলোয় ভরবে আকাশ আসবে তুমি বলে.
প্যান্ডেলে প্যান্ডেলে আজ তোমার জয়ধ্বনি
ঘরে ঘরে সুরে সুরে তোমার আগমনী।
পাড়ার মোড়ে চায়ের ভাঁড়ে যত অলিগলি
আরে পাড়ার মোড়ে চায়ের ভাঁড়ে যত অলিগলি
আড্ডাটাকেই সঙ্গী করে মাতবে যে বাঙালি,
সবাই সবার বন্ধু হবে নেই কোনো আর ভয়
জয় জয় দুর্গা মা গো..
জয় জয় দুর্গা মা গো,দুর্গা মায়ের জয়।

নতুন সুরে নতুন গানে তোমার আগমনী
ভুবন জুড়ে আজকে মাগো তোমার জয়ধ্বনী,
আজকে সুখের ভাসবে তরী দুঃখ কোন নয়
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।

Submit your comment or corrections

More Lyrics